ভারতের আরেক ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ। ছবি: টুইটার থেকে

ভারতের আরেক ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গুরমিত রাম রহিম সিং -এর পর এবার ভারতে ধর্ষণের অভিযোগ আরেক 'স্বঘোষিত বাবার' বিরুদ্ধে। রাজস্থানের কথিত ওই ধর্মগুরুর নাম কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ (৭০)।  

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ২১ বছর বয়সী এক তরুণী অনুসারী কৌশলেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ওই তরুণীর বাড়ি ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে।

অভিযোগে ওই তরুণী বলেছেন, কৌশলেন্দ্রর আশ্রম রাজস্থানের আলওয়ারে। সেখানেই গত ৭ আগস্ট তাঁকে ধর্ষণ করেন কৌশলেন্দ্র।

রাজস্থানের আরভালি থানার কর্মকর্তা হেমরাজ মীনা বলেন, ‘বিলাসপুর থানার পুলিশ অভিযোগটি এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছি।

প্রাথমিক তদন্ত চলছে। ’

হেমরাজ মীনা বলেন, তাঁরা কৌশলেন্দ্রর আশ্রম পরিদর্শন করেছেন। কিন্তু তখন তিনি চিকিৎসার জন্য আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের অনুমতি পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়,  ওই তরুণীর পরিবারের সদস্যরা কৌশলেন্দ্রর ভক্ত। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আইন বিষয়ে পড়াশোনা শেষ করে এখন শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। গত ৭ আগস্ট তিনি ওই আশ্রমে কিছু অর্থ দান করতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই কৌশলেন্দ্র তাঁকে ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় তরুণীকে। কিন্তু বাড়ি ফিরে ওই তরুণী তাঁরা মা-বাবাকে বিষয়টি খুলে বলেন। পরে মা-বাবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এর আগে দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় গত ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করা হয় হরিয়ানার কথিত ধর্মগুরু রাম রহিমকে। তাঁকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত। সম্প্রতি রাম রহিমের এক সাধ্বী জানিয়েছেন, হরিয়ানায় সিরসার ডেরায় থাকা কমপক্ষে দুই হাজার নারীকে ধর্ষণ করেছেন কথিত ধর্মগুরু। এ ছাড়া তিনি ডেরায় প্রায় ৬০০ কঙ্কাল মাটিচাপা দিয়ে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগেও ওডিশার সন্তোষ রাউল ওরফে সারথি বাবা, মধ্যপ্রদেশের লাল বুলচান্দনি ওরফে লাল সাঁই, বেঙ্গালুরুর স্বামী নিত্যানন্দ, কেরালার তিরুঅনন্তপুরমের স্বামী গঙ্গেশানন্দ, রাজস্থানের আশারাম বাপু, তাঁর ছেলে নারায়ণ সাঁই, হরিয়ানার সন্ত রামপাল, তামিলনাড়ুর স্বামী প্রেমানন্দ, উত্তর প্রদেশের প্রেমানন্দ মহারাজ, উত্তর প্রদেশের চিত্রকূটের স্বামী ভীমানন্দজি মহারাজ প্রমুখ 'ধর্মগুরুর' বিরুদ্ধে ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, হত্যাসহ নানা অভিযোগ ওঠে। গ্রেপ্তারও হন তাদের অনেকে।

সম্পর্কিত খবর