সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না : ফখরুল
সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না : ফখরুল

ফাইল ছবি

সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না : ফখরুল

তওহিদ হায়দার

সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, তাদের অভিযোগ সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আওয়ামী লীগ নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে এসেছে।  

তিনি বলেন, সভা সমাবেশ করা যাবে, নির্বাচন সুষ্ঠু হবে সরকারের পক্ষ থেকে এ রকমের কথা বার বার বলা হলেও বাস্তবতা ভিন্ন।

তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই বলেও জানান বিএনপি মহাসচিব।  

news24bd.tv/রিমু