ঘূর্ণিঝড় 'অশনি' নিয়ে যা বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় 'অশনি' নিয়ে যা বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী

শাহনাজ ইয়াসমিন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ৪ মে ভারত মহাসাগর আন্দামান দীপপুঞ্জের কাছে যে ঘুর্ণিঝড় শুরু হয়ে সেটা নিন্মচাপ এবং গভীরে নিন্মচাপে রুপান্তরিত হয়ে আজ সকালে ভারতে অতিক্রম করেছে। রোববার এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় 'অশনি' আগামী ১২ তারিখ বাংলাদেশে আঘাত হানতে পারে, কিন্তু ততদিনে এটি দুর্বল হয়ে যাবে। তাই বাংলাদেশে বড় ধরনের আঘাত হানবে না বলে এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে।

তবে এই সময়ে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে।  

তিনি আরও বলেন, আর বাংলাদেশে আঘাত হানলে এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত বাংলাদেশ।  

ঘূর্ণিঝড়টি এখন চট্টগ্রাম থেকে ১১৭৫ কিলোমিটার আর কক্সবাজার থেকে ১২৫০ কিলোমিটার দূরে আছে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

news24bd.tv/রিমু