বন্যার কবলে ৯ জেলা, জানালেন ত্রাণমন্ত্রী

বন্যার কবলে ৯ জেলা, জানালেন ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে দেশের ৯টি জেলা বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ (১০ জুলাই) সচিবালয়ে দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলীর (এসওডি) হালনাগাদকৃত খসড়া এবং বন্যা পরিস্থিতির পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা বন্যার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি।

এ বছর ৯টি জেলা বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার ও নীলফামারী জেলা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ৭ জেলা হচ্ছে- বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ। ’

বন্যা কবলিত ৯টি জেলায় ত্রাণ কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা এই জেলাগুলোতে আশ্রয় কেন্দ্র করেছিলাম, যদিও সেখানে কিন্তু বেশি লোক আশ্রয় নেয়নি।

একমাত্র মৌলভীবাজারেই ৩-৫ দিন পানি ছিল। সেখানে আমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্যসহ দু’দিন অবস্থান করে বন্যার পানি ও মানুষের কষ্ট সব দেখে ব্যবস্থা নিয়েছি। সেখানে ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা হয়নি। ’

‘এছাড়া আরও ৩৫টি জেলায় ৭৫ হাজার শুকনো খাবারের প্যাকেট আমরা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। এই জেলাগুলোতে শুকনো খাবার এজন্য দিয়েছি যে এই জায়গায় পানি হতে পারে। আগাম শুকনো খাবার এখনো মজুত রাখা হয়েছে। ’

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘গত ১ জুলাই থেকে এ পর্যন্ত ৬৪টি জেলায় এক কোটি ১২ লাখ টাকা ও সাড়ে ৫ হাজার টন জিআর চাল দেয়া হয়েছে। বন্যায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে তা মেরামত ও তৈরি করার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকদের কাছে ৫০ হাজার বান্ডিল টিন ও ১৫ কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। যাতে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে যেখানে ঘরবাড়ি ভেঙে গেছে সেগুলো মেরামত করা যায়। ’

তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১ হাজার টন চাল ও ২ কোটি টাকা নগদ রাখা হয়েছে। জেলা প্রশাসক প্রয়োজন মনে করলে চাওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়া হবে। ’

‘এছাড়া প্রত্যেক জেলায় ১৫০-২০০ টন চাল মজুদ রয়েছে এবং ৩ থেকে ৫ লাখ টাকা হাতে রয়েছে। বন্যার সময় ও বন্যার পরবর্তী সময়ে যাতে মানুষের কষ্ট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে’- যোগ করেন মন্ত্রী মায়া।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর