গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য। আর প্রবাসীরা যুদ্ধ করছেন দেশ গড়ার জন্য। সে হিসেবে প্রবাসীরাও মুক্তিযোদ্ধা। তাই প্রবাসীরা দেশে এলে তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হোক।
রোববার (৮ মে) রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রবাসীরা দেশে এলে তাদের বিশেষ ভাতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর ২০০ দেশে প্রায় দেড় কোটি প্রবাসী। তাদের শ্রমে-ঘামে আমাদের এই দেশ। তাদের প্রতি আরও একটু ভালো ব্যবহার করা হোক।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, প্রবাসীরা অনেক ঝামেলার মধ্যে রয়েছে, তারমধ্যে পাসপোর্টের ঝামেলাও রয়েছে। এসব সমস্যা দূর করতে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।
news24bd.tv তৌহিদ