২ জিবি ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

সংগৃহীত ছবি

২ জিবি ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

অনলাইন ডেস্ক

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হয় প্ল্যাটফর্মটি। বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটির বেশি মানুষ নিয়মিত এ মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। কিন্তু মেসেজিং অ্যাপটিতে বড় ফাইল পাঠানো নিয়ে সমস্যার সম্মুখিন হতে দেখা যায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিদের।

তবে আগে সর্বোচ্চ ১০০ মেগাবাইট ফাইল পাঠানো গেলেও ব্যবহারকারীদের সুবিধার্থে এর সীমা বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ। খবর ভার্জ।

মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি অ্যাটাচমেন্ট হিসাবে সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ফাইল পাঠানোর সুবিধা এনেছে। পাশাপাশি মেসেজের প্রতিক্রিয়ায় ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশে চালু হচ্ছে নতুন ফিচার।

গ্রুপ চ্যাটে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যাও ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২তে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমোজি রিঅ্যাকশন এবং বড় আকারের অ্যাটাচমেন্ট ফাইল পাঠানোর ফিচার দুটি হোয়াটসঅ্যাপের বর্তমান সংস্করণেই যোগ হচ্ছে বলে জানিয়েছেন মেটা মুখপাত্র ভিসপি ভোপ্তি।

মেটা মুখপাত্র ভিসপি ভোপ্তি বলেছেন, ইমোজি রিঅ্যাকশন ফিচারটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে ‘সপ্তাহখানেক’ সময় লাগবে। এক ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।  

এর আগে এপ্রিলে নতুন ফিচারগুলো ‘শিগ্গির আসছে’ বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। মেসেজে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করার ফিচার নিয়ে মেটা বলেছিল, প্রথম অবস্থায় নির্দিষ্ট কিছু ইমোজির মধ্যে ফিচারটি সীমবদ্ধ থাকলেও পরে সব ইমোজিই তাতে যোগ হবে।

news24bd.tv/আলী