গুহায় আটকা ১৩ জনই উদ্ধার

গুহায় আটকা ১৩ জনই উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থাইল্যান্ডের থ্যাম লুয়াং গুহা থেকে স্থানীয় ফুটবল দল উইল্ড বোরের ১২ সদস্য ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। শ্বাসরুদ্ধকর অভিযানের শেষদিন আজ মঙ্গলবার কোচসহ অন্য চার কিশোরকে উদ্ধার করা হয়।

থাই নেভি সিল এ খবর নিশ্চিত করেছে। থাই নেভি সিলের ফেসবুক পেইজে অভিযানের শেষ দিন মঙ্গলবার উল্লেখ করে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘উইল্ড বোরের নবম সদস্যকে বিকেল ৪টা ৬ মিনিটে গুহা থেকে বাইরে আনা হয়েছে।

এর ফলে গুহায় আটকে থাকার ১৮ দিন পর সব ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, গত ২৩ জুন ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। গত রবিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় তাদের উদ্ধার অভিযান।

অবশেষে তাদের সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হলো।

আরও পড়ুন: গুহায় ১৭ দিন যা খেয়েছে কিশোররা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ

সম্পর্কিত খবর