দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় অশনি আঘাত হানার আশঙ্কা নেই । প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ মে) সন্ধ্যায় সাভার থানা, পৌরসভা ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা জানান। আলোচনা সভা শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে আগামীকাল।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার প্রমুখ।
news24bd.tv/কামরুল