উত্তর সিটিতে এডিস মশার লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা 
উত্তর সিটিতে এডিস মশার লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা 

সংগৃহীত ছবি

উত্তর সিটিতে এডিস মশার লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা 

অনলাইন ডেস্ক

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন অঞ্চলে এক লক্ষ সাতান্ন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-১ এর আওতাধীন ১নং ওয়ার্ডের সেক্টর-৭ এর আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

এ সময় নির্মাণাধীন ভবন এবং বাসা বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৪টি মামলা করা হয়।

নগদ তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ৫ হাজার টাকা।

অপরদিকে অঞ্চল-২ এর আওতাধীন ওয়ার্ড-২ এ পল্লবী থানা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ৪টি মামলা করে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, মেয়রের নির্দেশনায় এ অভিযান চলমান থাকবে।

বেঁধে দেওয়া কোনো সময়ে আবদ্ধ থাকবে না। এডিস মশা বাড়ছে। ডেঙ্গুর সময় চলে এসেছে।

news24bd.tv/কামরুল