ঘূর্ণিঝড় ‘অশানির’ প্রভাবে খুলনায় সোমবার প্রায় সারাদিন মাঝারি বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দমকা বা ঝড়ো বাতাস নেই।
এদিকে খুলনার উপকূলে ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় দুশ্চিন্তায় রয়েছেন এখানকার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, খুলনার উপকুলে ৮৭৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে ৪৫ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
এর মধ্যে দাকোপ পাইকগাছা ও বটিয়াঘাটার ৬ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। বর্তমানে দাকোপের ৩১, ৩২ ও বটিয়াঘাটার ২৯ পোল্ডারে বাঁধে জরুরি মেরামত কাজ চলছে। ঘূর্ণিঝড়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে জরুরি অবস্থা মোকাবেলায় জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
news24bd.tv/কামরুল