যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত চান প্রধানমন্ত্রী 

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত চান প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে সেদেশে বাংলাদেশী পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশ বিনয়োগ করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষনীয় অঞ্চলে পরিণত হয়েছে।

বাংলাদেশে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখান থেকে তাদের জন্য একটি পৃথক অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করে দেবে সরকার।

বাংলাদেশে আইসিটি খাত, অবকাঠামো, অটোমোবাইল  এবং ইলেকট্রটিক পণ্য উৎপাদন খাতে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/রিমু