৩০০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা কমিশনের নেই : সিইসি

৩০০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা কমিশনের নেই

৩০০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা কমিশনের নেই : সিইসি

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আওয়াল জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে কত আসনে ইভিএমে ভোট হবে এখনো তা নির্ধারণ করে নি কমিশন।

মঙ্গলবার নির্বাচনের কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ৩০০ আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা কমিশনের নেই। বর্তমানে ১০০টির মতো আসনে ইভিএমে নির্বাচন আয়োজনের সক্ষমতা কমিশনের রয়েছে।

সিইসি বলেন, 'ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিবো আমরা'।

সিইসি আরও বলেন, 'ভোটগ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে ও কতটা ব্যালটে; এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করি নাই।

এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে'।

তিনি আরও বলেন, 'ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করবো; যতদূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত'।

ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে ভোটের মাঠে কেন মানুষ যায় না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌‌'আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ন করা। আপনি যে প্রশ্নটা করেছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না'।  

news24bd.tv/রিমু