মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ
মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত আসমানী খাতুন

মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিনাকুন্ডু চাঁদপুর ইউনিয়নের বেড় বিন্নী গ্রামে বাচ্চাদের মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ ননদের বিরুদ্ধে। নিহত আসমানী খাতুন (৪৫) বেড়বিন্নী গ্রামের আমজাদ মোল্লার স্ত্রী।

হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত ৮ মে গ্রামের বাচ্চারা মোবাইলে গেম খেলছিল। এক পর্যায়ে ননদের ছেলের হাত থেকে নিহত আসমানীর ছেলে মোবাইল কেড়ে নেয়।

ঘটনাটি নিয়ে পরিবারের লোকদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় ননদ হালিমা খাতুন, ননদ কুটিলা বেগম ও ছেলিনা খাতুন জোটবন্ধ হয়ে ভাবী আসমানীকে বেধড়ক পিটিয়ে আহত করে।

আহত আসামনীকে গ্রামবাসী উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে হাসপাতালের ডাক্তাররা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

news24bd.tv/রিমু