আবারো ট্রেনে কাজ শুরু করেছেন সেই টিটিই শফিকুল

সংগৃহীত ছবি

আবারো ট্রেনে কাজ শুরু করেছেন সেই টিটিই শফিকুল

অনলাইন ডেস্ক

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেল ভ্রমণকারী তিনজনকে জরিমানা করে বরখাস্ত হওয়া সেই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম কাজে ফিরেছেন। নিয়মবহির্ভূত বরখাস্ত আদেশটি প্রত্যাহারের পর দায়িত্ব পালনে ট্রেনে ওঠেন তিনি। মঙ্গলবার (১০ মে) বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ঈশ্বরদী জংশন হয়ে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের মাধ্যমে পুনরায় কাজ শুরু করেন তিনি। এই ট্রেনে পরিচালকের দায়িত্বে ছিলেন মো. আল-আমিন শেখ।

 

গত ৫ মে দিবাগত রাতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় ওঠেন তিন যাত্রী। মাঝপথে তাদের জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

 

সমালোচনার মুখে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ওই তিনজনের সঙ্গে তার আত্মীয়তার বিষয়টি প্রথমে অস্বীকার করেন। পরে অবশ্য তিনি স্বীকার করেন তারা স্ত্রীর পক্ষের আত্মীয়। আর তার স্ত্রীর নির্দেশেই ওই টিটিইকে বরখাস্ত করা হয়

news24bd.tv/desk 

এই রকম আরও টপিক