বৃষ্টিতে পরিত্যক্ত লঙ্কা-বাংলা প্রস্তুতি ম্যাচের প্রথম দিন
বৃষ্টিতে পরিত্যক্ত লঙ্কা-বাংলা প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

সংগৃহীত ছবি

বৃষ্টিতে পরিত্যক্ত লঙ্কা-বাংলা প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশজুড়ে হচ্ছে বৃষ্টি। সেই বৃষ্টির জলে ভেসে গেল শ্রীলঙ্কার দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। খেলা পরিত্যক্ত হওয়ার আগে বোলিং হয়েছে মাত্র ৮.৩ ওভার। ১ উইকেটে শ্রীলঙ্কা করেছে ১৪ রান।

প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। করুনারত্নের সাথে ওপেন করতে নামেন আসিথা ফার্নান্ডো। ষষ্ঠ ওভারে ফেরেন করুনারত্নে। তিনে নামা কুশল মেন্ডিস একটা চার মেরেছিলেন, তবে আকাশ কালো হওয়া আগে থেকেই।

৪০ মিনিট খেলার পরই আম্পায়ারদের কথায় মাঠ ছাড়েন দুই দলের ক্রিকেটাররা। একটু পরই নামে বৃষ্টি।

বৃষ্টি মাঝে থেমেছিল, মাঠ পরিচর্যাও শুরু করেছিল মাঠকর্মীরা। তবে বেরসিক বৃষ্টির তর সয়নি। আবার বৃষ্টি ফিরে আসায় খেলা শুরু করা যায়নি। আগেভাগেই মধ্যাহ্ন বিরতি ডাকা আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত করেন বেলা আড়াইটার দিকে।

আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে শেষ দিনের প্রস্তুতি ম্যাচ। আবহাওয়ার উন্নতি না হলে বুধবারও ব্যাটে-বলে অনুশীলনের সুযোগ মিলবে না শ্রীলঙ্কার।  

news24bd.tv/রিমু