করোনা পজিটিভ সাকিব, টেস্ট খেলা নিয়ে শঙ্কা

সংগৃহীত ছবি

করোনা পজিটিভ সাকিব, টেস্ট খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। নিয়ম অনুসারে তার কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। সেই পরীক্ষাতে তার করোনা পজেটিভ ধরা পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকটি সূত্রে এমনটাই জানা গেছে।

আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করতে গিয়ে পজিটিভ হন সাকিব।

আপাতত আইসোলেশনে থাকবেন সাকিব। করোনা পজিটিভ হওয়ায় আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন এ অলরাউন্ডার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।  

তিনি  বলেছেন, সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ টেস্ট খেলেন ২০২১’র ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলতে পারেননি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সাদা পোশাকে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। ১৫ই মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।

ইতিমধ্যেই খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছেন। ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল)।

news24bd.tv/আলী

সম্পর্কিত খবর