ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে বরিশালে অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা উৎসব’ স্থগিত করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই উৎসবের আয়োজন করেছিল বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার (১০ মে) বিকেলে বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সাইদুর রহমান রিন্টু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে উচ্চারিত প্রেরণাদিপ্ত শ্লোগান ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করায় বরিশালে ‘জয় বাংলা উৎসব’ আয়োজন করা হয়েছিল।
news24bd.tv/ তৌহিদ