গতিপথ পাল্টে আরও শক্তিশালী 'অশনি', দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রতীকী ছবি

গতিপথ পাল্টে আরও শক্তিশালী 'অশনি', দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই গতিপথ বদলে ভারতের উপকূলীয় এলাকার দিকে এগোতে শুরু করেছে ঘূর্ণিঝড় 'অশনি'। ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে কাকিন্দা উপকূলে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা। কয়েকটি অঞ্চলে জারি রয়েছে ‘রেড এলার্ট’।

ঝড়ের প্রভাবে এসব অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।  

গতিপথ বদলে ঘূর্ণিঝড়টি কাকিনাড়া উপকূল স্পর্শ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর সেটি আবার কাকিন্দা ও বিশাখাপত্তনমের মধ্যকার সমুদ্রে চলে যাবে।

এর আগে ঝড়ের গতিপথ উত্তর-পশ্চিম দিক দেখাচ্ছিল।

কিন্তু গেল কয়েক ঘণ্টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে অন্ধ্র উপকূলের খুব কাছে ঝড়টি।

এর আগে ভারতীয় আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছিল, ঝড়টি ক্রমাগত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোবে। কিন্তু সেটি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছিল তারা।

অশনির প্রভাবে আজ বুধবার সকাল থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বেড়েছে নদীতে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে ভারি বৃষ্টিও হচ্ছে সারাদেশেই।

news24bd.tv/রিমু