জেলা স্টেডিয়ামগুলোকে সব খেলার জন্য উন্মুক্ত করার আহ্বান

ফাইল ছবি

জেলা স্টেডিয়ামগুলোকে সব খেলার জন্য উন্মুক্ত করার আহ্বান

অনলাইন ডেস্ক

দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, খেলাধুলা জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখে।

আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলাধুলায় বাংলাদেশের নারীদের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্রীড়াঙ্গনে নারীদের আরো বেশি উৎসাহিত করতে হবে।

ক্রীড়া ক্ষেত্রে গৌরবময় ভূমিকা রাখায় ২০১৩ থেকে ২০ সাল পর্যন্ত ৮৫ ক্রীড়াবিদ সংগঠনকে  জাতীয় ক্রীড়া পদক দেয়া হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

প্রধানমন্ত্রীর পক্ষে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সরকার প্রধান জানান এখন থেকে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন একটি আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র।

news24bd.tv/রিমু