গায়েবি মামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এনজিওদের নীরবতা এবং পূর্ববর্তী সরকারের সময়ের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির দাবি অনুযায়ী তাদের সরকারের সময় প্রায় ৬০ লাখ গায়েবি মামলা হয়েছিল, যার ৯৯ শতাংশ মামলার বাদী ছিল পুলিশ। এখনো গায়েবি মামলা হচ্ছে, যেখানে মৃত ব্যক্তি বা বিদেশে অবস্থানরতদের আসামি করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, আগে কিছু এনজিও এসব গায়েবি মামলা নিয়ে সরব ছিল, এখন তারা চুপ কেন? অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৯ মাসে পুলিশের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার অভিযোগও ওঠেনি। বর্তমান সরকারের সময় গুমের মতো কোনো ঘটনাও ঘটেনি, অথচ গত কয়েক বছরে সাড়ে চার হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের...
গায়েবি মামলা, গুম এবং এনজিওদের ভূমিকা নিয়ে প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের
অনলাইন ডেস্ক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার রাত থেকে বৃষ্টি নামার কথা থাকলেও কিছুটা আগেভাগেই ঝুম বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকাতে। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ বৃষ্টি শুরু হয়। তাই রাত থেকেই সুসংবাদ পেল নগরের জনজীবন। সে হিসেবে গত কদিন টানা তাপদাহে অস্থির নগরবাসী আজ রাতে শান্তির ঘুম ঘুমাবেন বলে আশা করা যায়। চলমান এই বৃষ্টি প্রায় এক ঘন্টার মতো থাকবে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার। ওদিকে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে...
খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত এবং স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদাবাজি করা মোঃ শহিদুল ইসলাম খোকন, মোঃ হেলাল উদ্দিন এবং মোঃ আব্দুর রহিমকে উত্তরা আর্মি ক্যাম্প গ্রেপ্তার করেছে। আজ রোববার (১১ মে)বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং ৮ টি মামলার আসামি মোঃ শহিদুল ইসলাম খোকন এবং তার সহযোগী মোঃ হেলাল উদ্দিন ও মোঃ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও চাঁদাবাজির সঙ্গে জড়িত মোঃ শহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে নিয়মিতভাবে খিলক্ষেত বাজার এলাকার বিভিন্ন দোকানপাট থেকে দৈনিক হারে চাঁদা আদায়...
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমন করেন। এ ঘটনা তদন্তের জন্য আজ উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কমিটির সদস্যরা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। তারা যেসব বিষয় পর্যালোচনা করবে তা হলো- ক. গত ০৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন। খ. এ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর