গণমাধ্যম সুরক্ষা আইন যাতে সাংবাদিকদের সুবিধার্থে ব্যবহৃত হয় সেভাবেই পরিবর্ধন-পরিমার্জন করে পাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ওকাব আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করতে সরকার কাজ করছে। সাংবাদিকসহ সব পেশার মানুষের পেনশন নিশ্চিত এ কাজ করে যাচ্ছে সরকার।
ডিজিটাল সিকিউরিটি আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ধরনের আইন শুধু বাংলাদেশ নয় বেশিরভাগ দেশেই এগুলো করা হয়েছে। তবে এই আইনের আওতায় যাতে সাংবাদিকরা হয়রানির শিকার না হয় সে দিকে সরকারের নজরদারি রয়েছে।
news24bd.tv/রিমু