চুয়াডাঙ্গা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঘোড়ামারা ব্রীজের অদূরে রেললাইনের উপর থেকে দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করা হয়। নিহতের গায়ের রঙ ফর্সা, তার পড়নে লাল টি-শার্ট এবং নীল রঙের প্যান্ট ছিলো।
চুয়াডাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, স্থানীয়রা রেললাইনে যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv তৌহিদ