রোনালদোর নতুন ঠিকানা জুভেন্টাস

রোনালদোর নতুন ঠিকানা জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

সব জল্পনার অবসান ঘটতে চলেছে আজ রাতেই। বাতাসে দানা বাঁধতে থাকা গুঞ্জনটা বুঝি মুছে যাচ্ছে নিমেষেই। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কথাটির মাঝে যতটুকু অনিশ্চয়তা ছিল, এখন আর তা থাকছে না। বরং এটাই সত্যি, রোনালদো এখন জুভেন্টাসের খেলোয়াড়।

 

জুভেন্টাসের সাদাকালো ডোরাকাটা জার্সিতে তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ যুবরাজকে পরিচয় করিয়ে দেওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।

কয়েকদিন ধরে চাউর হয়ে উঠেছিল রোনালদোর জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন। বিশ্বের সব ফুটবলপ্রেমী দেখার অপেক্ষায় ছিল, পর্তুগিজ অধিনায়কের দলবদলের গুঞ্জনটি সত্যি হয় কি না। অবশেষে আজ সব অঙ্কই মিলে গেল।

news24bd.tv

রিয়াল-রোনালদোর ৯ বছরের বন্ধন ছিন্ন হয়েই গেল। আজ রিয়াল মাদ্রিদ বোর্ড সভায় ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদোর বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

সংবাদমাধ্যমগুলো বলছে, আজই রিয়াল পরিচালকদের সঙ্গে আলোচনায় বসবেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সভাপতি রোনালদোর ক্লাব ছাড়ার অনুরোধ এরই মাঝে মেনে নিয়েছেন এবং পরিচালকেরাও নাকি এতে সম্মতি জ্ঞাপন করবেন। এখন শুধুই আনুষ্ঠানিকতা।

পরিবার নিয়ে বর্তমানে গ্রিসে ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। সেখানে রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে পৌঁছে গেছেন জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লি। রিয়ালের অনুমতি মেলার পরই গ্রিসে পা রেখেছেন আগনেল্লি।

সূত্র: মার্কা, বিবিসি স্পোর্ট, স্কাই স্পোর্টস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর