এক বাসায় মিলল ৫ টন সয়াবিন তেল

সংগৃহীত ছবি

এক বাসায় মিলল ৫ টন সয়াবিন তেল

অনলাইন ডেস্ক

সিলেটের কাজীটুলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি বাসায় মিলল প্রায় ৫ টন সয়াবিন তেল। এদিকে কম দামে তেল কেনার আশায় সেখানে ভিড় জমিয়েছেন সাধারণ ক্রেতারা। আজ বুধবার (১১ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালিয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ মে) ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরীর পাইকারি বাজার কালিঘাটে একটি গুদাম থেকে ৫ টন সয়াবিন তেল জব্দ করেছিল।

কালিঘাটের মাহের ব্রাদার্সের গুদাম থেকে মজুত এ সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেই ৫ টন সয়াবিন আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাহের ব্রাদার্সকে জরিমানা করা হয়।
 
কেবল সিলেট নয়, দেশের বিভিন্ন জেলায় মজুতদার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

news24bd.tv/কামরুল