দিনাজপুরে গৃহবধূকে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও আরেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১১ মে) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. এসএম রেজাউল বারী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাধনা নন্দ চৌধুরী (৬৩), আকাশ চৌধুরী (২৭), সাধনানন্দ চৌধুরীর স্ত্রী প্রতিমা রানি চৌধুরী (৪৫), জীবন চন্দ্র দাস (৩০), কাজল মহন্ত (৩১)।
আসামি প্রতিমা, আকাশ ও কাজলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। আর নিহতের স্বামী সাধনা কে আমৃত্যু কারাদণ্ড এবং জীবনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একইসঙ্গে জীবনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সাধনা নন্দ চৌধুরী তার প্রথম স্ত্রী তপতীর সঙ্গে সংসার পরিচালনা করার সময় ২০১৪ সালের দিকে প্রতিমাকে বিয়ে করেন।
গত ২০১৭ সালের ৬ এপ্রিল রাত ৯টার পর থেকে স্বামী, সতিন ও সতিনের ছেলেসহ ৫ জন মিলে শারীরিক নির্যাতন করেন। একপর্যায়ে ৫ জন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার মরদেহ উত্তর কৃষ্ণপুর গ্রামের একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় নিহতের ছেলে শুভ নন্দ চৌধুরী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে অভিযোগ দেয়। মামলার ৪ জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালাতে ২২ জন সাক্ষী সাক্ষ্য দেন।
মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী পাবলিক প্রসিউকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হামিদুল ইসলাম।
news24bd.tv/কামরুল