আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচন হবে না : টুকু
আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচন হবে না : টুকু

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচন হবে না : টুকু

অনলাইন ডেস্ক

দেশে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেক কথাই বলেন। কিন্তু তিনি তো বিএনপি করেন না, বিএনপি আমরা করি। আর আমরা বলেছি যে, আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচন হবে না।

আর নির্বাচন তখনই হবে যখন জনগণ জয়লাভ করবে। সেই নির্বাচনে আমরা যাব।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ইভিএমে ভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

কোন দল সিদ্ধান্ত নেবে না। আর গতবার দিনের ভোট রাতে করেছিল। এবার ইভিএম দিয়ে ডিসির অফিসে বসে প্রোগ্রাম নিজেদের মতো তৈরী করে ৯০ শতাংশ ভোট কাস্ট দেখিয়ে তারা ৮০ শতাংশ নেবে। তারা সেই ষড়যন্ত্র করছে। সুতরাং নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের বড় দল বিএনপি। এখনও সবচেয়ে বেশী মানুষ বিএনপির পক্ষে। আর তাদের (আওয়ামী লীগ) তো দল কোন দল নেই, তাদের আছে অনেক পুলিশ ও লাঠিয়াল বাহিনী। আর আমাদের দল আছে। আর এই দলে কর্মীও আছে।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সলিম উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/কামরুল