বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আওয়ামী লীগ মুখে একটা বলে আর করে আরেকটা। তাদের কথা ও কাজের সঙ্গে কোনো মিল নেই।
রিজভী আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় এসব কথা বলেন।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামীকাল বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না কিংবা হতে দেওয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করা হবে।
news24bd.tv তৌহিদ