তেঁতুলিয়া বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
তেঁতুলিয়া বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

তেঁতুলিয়া বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শিক্ষক সমিতি ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আমজুয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী সভাপতি এবং সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল হক সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন । সম্মেলনে ২৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩শ’ দশ জন শিক্ষক ভোটার হিসেবে তাদের মতামত দেন।

১৯৮৮ সালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে উপজেলা শাখা হিসেবে তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা কাজে বিশেষ ভূমিকা রেখে আসছে সংগঠনটি। সম্মেলনে যুগ্ন সম্পাদক পদে সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও প্রচার সম্পাদক পদে সোহরাব আলী সহ ২৬ পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


news24bd.tv/আলী