কাঁচা চা পাতার নায্যমূল্যের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র চা চাষিরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বুধবার বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে তেঁতুলিয়ার প্রায় ৫ শতাধিক চা চাষি অংশ নেয়।
বক্তারা এসময় বলেন, দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পঞ্চগড়ে প্রতিনিয়ত বাড়ছে চায়ের আবাদ।
তেঁতুলিয়া উপজেলার চা চাষী আহসান হাবিবের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এডভোকেট আজিজার রহমান আজু, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য মাসুদ করিম, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম, সাবেক ছাত্র নেতা আব্দুল বাসেত, আব্দুল মতিন আবু হানিফ, কবির হোসেন, আব্দুল হাকিম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক অফিসের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন নিউজ টোয়েন্টিফোরকে বলেন, চলতি বছরের জন্য নতুন করে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয়নি। গত বছরের সর্বশেষ সভার সিদ্ধান্তে প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ছিল ১৫.৫০ টাকা। নতুন করে মূল্য নির্ধারণ না হওয়ায় আগের মূল্যই বিদ্যমান রয়েছে। চলতি বছরের শুরুতে চা কারখানা মালিকরা প্রতি কেজি কাঁচা চা পাতা ২০-২২ টাকা দরে ক্রয় শুরু করে। নতুন করে চা পাতার মূল্য নির্ধারণ করলে চা চাষীরা ক্ষতিগ্রস্থ হবে এ কারণে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়নি।
কারখানায় আনা কাঁচা চা পাতার ওজনের ২০-২৫ ভাগ কর্তন করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কেউ আমাদের অভিযোগ করেনি। প্রমাণ দিয়ে কেউ অভিযোগ করলে আমরা বটলিফ কমিটির সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
news24bd.tv/আলী