শ্রীলঙ্কায় এবার পুলিশকে গুলির নির্দেশ 

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কায় এবার পুলিশকে গুলির নির্দেশ 

অনলাইন ডেস্ক

বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত এক রাতে ক্ষমতাসীন দলের ৩৩ সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে আন্দোলনকারীদের গুলি করা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ।

বুধবার শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি সম্পত্তির ক্ষতি, জীবন হুমকির মুখে পড়লে গুলি করতে হবে বলে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  এর আগে গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কা সেনাবাহিনীকেও একই নির্দেশনা দেওয়া হয়।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। যদিও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে এখনো পদত্যাগ করেননি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন এমপিও রয়েছেন। বিক্ষোভের মধ্যে পড়ে তিনি আত্মহত্যা করেছেন জানা গেছে।

news24bd.tv/আলী