পালানো শুরু হয়ে গেছে : মির্জা আব্বাস
পালানো শুরু হয়ে গেছে : মির্জা আব্বাস

পালানো শুরু হয়ে গেছে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিরোধ শুরু হয়ে গেছে এখন প্রত্যাঘাত করতে হবে। সময় এসে গেছে এখন থেকে বিএনপি আর মিটিং এর জন্য অনুমতি নেবে না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশ থেকে পালানো শুরু হয়ে গেছে, পালাতে পারবেন না।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বাড়েনি, তবে আওয়ামী লীগের মাথাপিছু আয় বেড়েছে। তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে, আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা না খেয়ে আছে।

পত্রিকায় একটি সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আসন ভাগ করছেন। ১০০ আসন এবং ৭০ আসন।

যারা আসন ভাগ করছেন, আমরা আপনাদের পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না। কোনো আঁতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কয়েক দিন আগে এ দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বললেন- রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো রকম বাধা দেওয়া হবে না। এই কথার ঠিক পরের দিন ড. খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে হামলা করা হলো! এরপর রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা করা হলো। দেশের ১০ থেকে ১২টি জায়গায় হামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলার পরে এ ধরনের ঘটনা কী করে ঘটে? প্রধানমন্ত্রীরর আদেশ, নির্দেশ এবং অনুরোধের পরে এ ধরনের ঘটনা ঘটল। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা চোর, বাটপার এবং লুটেরা কেউ আজকে প্রধানমন্ত্রীর কথা শোনে না।  

news24bd.tv তৌহিদ