পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে বশার বয়াতি (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল সকালে ওই কিশোরীর নানা বাদি হয়ে বশারের নামে রাঙ্গাবালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা মূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের ছয়মাস বয়সে তার বাবা মারা যায় এবং মা অন্যত্র বিবাহ করে। সে সময় থেকেই ওই কিশোরী চর হাবাতিয়া গ্রামের তার নানার বাড়িতে বসবাস করে আসছে। বশার ওই এলাকায় তরমুজ চাষের সুবাদে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয়।
রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
news24bd.tv/রিমু