এবার ঈদুল ফিতরে যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩৭২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৪১৬ জনের। এছাড়া আহত হয়েছেন ৬২২ জন। দুর্ঘটনার শীর্ষে আছে মোটরসাইকেল।
গেল বছরের তুলনায় দুর্ঘটনা বেড়েছে ১৪ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের তৎপরতায় ঈদ যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও বেড়েছে সড়কে দুর্ঘটনা। মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, উন্নত গণপরিবহণ ব্যবস্থা না থাকা, ভোগান্তি ও যানজট এড়াতে ২৫ লাখ মানুষ মোটরসাইকেলসহ ছোট পরিবহন ব্যবহার যাতায়াত করে। ফলে সড়কে দ্রুত গতিতে চলাচল, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে যানবহন চলাচলসহ বিভিন্ন কারণে দুর্ঘটনা বেড়েছে বলে জানান সংগঠনটির মহাসচিব।
এ সময় দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি বন্ধ, সড়ক পরিবহন আইন যথাযথ বাস্তবায়নের সুপারিশ করা হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে।
news24bd.tv/রিমু