ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনের হ্যাটট্রিকসহ চার গোলে উলভারহ্যাম্পটনকে ৫-১ গোলে হারিয়েছে আসরের শিরোপার দৌড়ে সবচাইতে এগিয়ে থাকে সিটিজেনরা।
রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে হেরে ফুসেছে ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপার দৌড়ে সবচাইতে এগিয়ে থাকা সিটিজেনরা গেলো দুই ম্যাচের প্রতিপক্ষের জালে করেছে ১০ গোল।
প্রতিপক্ষের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। গোলের খাতা খোলেন কেভিন ডি ব্রুইন।
বিরতী থেকে ফিরে চতুর্থ গোলটি করেন ব্রুইন। ম্যাচ শেষের ছয় মিনিট আগে সেই গোল উৎসবে নিজের নামটাও যোগ করেন রহিম স্টার্লিং।
এদিকে লিগ শিরোপা দৌড় থেকে ছিটকে গেলেও লিডস ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পথেই হাঁটছে চেলসি। লিডসের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে ব্লুজরা। । খেলার শুরুতেই দলকে এগিয়ে নেন ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে ও শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।
news24bd.tv/রিমু