নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের 

সংগৃহীত ছবি

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের 

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।  

আজ বৃহস্পতিবার স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সাইকেল র‍্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে দেশ গণতন্ত্র হারিয়েছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ।

মির্জা ফখরুল অভিযোগ করেন, এই সরকার বিএনপির ৬ শতাধিক নেতা কর্মীকে গুম করেছে। অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে। এই সরকারের আমলে দেশের কোনও কিছুই নিরাপদ নয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুম্মামান সামুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/রিমু