মৌলভীবাজার শহরের কোদালীপুল এলাকার বাসস্ট্যান্ড থেকে রোহিঙ্গা সন্দেহে নারী, পুরুষ, শিশুসহ ১৮ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদেরকে আটক করে থানায় আনা হয়।
জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সিক্রিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ১৮ রোহিঙ্গা। এরপর তারা অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে যানবাহন যোগে মৌলভীবাজার শহরের কোদালীপুল বাসস্ট্যান্ডে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আটকদের এক পুরুষ সদস্য জানিয়েছেন, তারা বার্মা থেকে ভারতে হয়ে কুলাউড়ার সিক্রি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মোবাইল ফোনে জানান, আটকদের কথাবার্তায় ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা হতে পারে।
news24bd.tv/কামরুল