খুলনার ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলামকে (৩২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই সাথে তার স্ত্রী পিয়ারী বেগম (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে অভয়নগরের দত্তগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রকিবুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে যশোরের অভয়নগরে মাঝামাঝি দত্তগাতি এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রকিবুল ও তার স্ত্রী দু’জনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রকিবুল মারা যায়। তার স্ত্রী পিয়ারী বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
news24bd.tv/আলী