খেলার সিদ্ধান্ত মেডিকেল টিমের ও সাকিবের নিজের : পাপন 

ফাইল ছবি

খেলার সিদ্ধান্ত মেডিকেল টিমের ও সাকিবের নিজের : পাপন 

অনলাইন ডেস্ক

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলার সিদ্ধান্ত সাকিবের ওপর। তবে দল তাকে ছাড়া খেলতে প্রস্তুত। সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন না বলে বোর্ডের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল। দল এবং টিম ম্যানেজমেন্টও তাকে প্রথম টেস্টে পাচ্ছে না ধরেই প্রস্তুতি নিয়েছে এবং পরিকল্পনা সাজিয়েছে।

 

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব সুস্থ হওয়ায় খুশি। যত তাড়াতাড়ি দলে যোগ দেবে ততই ভালো। তার খেলার সিদ্ধান্ত মেডিকেল টিমের ও সাকিবের নিজের। ’

বিসিবি বস জানান, দল থেকে মিরাজ ছিটকে গেছে।

সাকিবের অলরাউন্ডার জায়গা পূরণ করার আশা দেখাচ্ছিলেন ডানহাতি এই অফ স্পিনার। শরিফুলের খেলা এখনও নিশ্চিত নয়। তাসকিন দলে নেই। সব মিলিয়ে দল একসঙ্গে বড় ধাক্কা খেয়েছে। সাকিব একাদশে ফিরলে দল ভালো অবস্থানে চলে আসবে এবং বোর্ডও ভালো খেলার বিষয়ে সাহস পাবে।

পাপন বলেন, ‘কোচ এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসলাম। দল কেমন হবে, অনুশীলন কেমন হয়েছে, কে কেমন করেছে ওই বিষয়ে ধারণা নিলাম। দল সাকিবকে ছাড়াই খেলতে প্রস্তুত। তবে সাকিব একাদশে ঢুকলে ভালো। ও যোগ দিলে ঘাটতি ৬০ শতাংশ পূরণ হয়ে যাবে। শ্রীলঙ্কা অনেক ভালো দল। তবে আমি মনে করি, বিশ্বের যেকোন দলের বাংলাদেশ থেকে জিতে ফেরা কঠিন। ’

এরআগে করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রথম টেস্টের আগে দলের সঙ্গে অনুশীলনের জন্য মাত্র একদিন পাচ্ছেন তিনি। সঙ্গে পাঁচদিনের ক্রিকেট খেলার মতো ফিটনেস ইস্যু আছে।

বাংলাদেশ রোববার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে ২৩ মে। প্রথম টেস্টে ফিটনেস জটিলতার কারণে খেলতে না পারলেও সাকিব দ্বিতীয় টেস্টে খেলবেন। দলীয় সূত্রে জানা যায়, প্রথম টেস্টেই  খেলতে মুখিয়ে আছেন বাঁ-হাতি অলরাউন্ডার। তবে বোর্ড তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। খেলতে হলে তাই মেডিকেল টিমের ফিটনেস সার্টিফিকেট নিতে হবে তার।

news24bd.tv/কামরুল