দুশ্চিন্তা কাটল তাসকিনের

ফাইল ছবি

দুশ্চিন্তা কাটল তাসকিনের

অনলাইন ডেস্ক

চোটাক্রান্ত কাঁধে অস্ত্রোপচার করাতে হয় কিনা সেই দুশ্চিন্তায় ছিলেন তাসকিন আহমেদ। লন্ডনে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এমআরআই রিপোর্টের জন্য। বুধবার রিপোর্ট পাওয়ার পর ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক এ ফাস্ট বোলারকে আশ্বস্ত করেন, পুনর্বাসন করেও সুস্থ হয়ে খেলায় ফিরতে পারবেন।  

পুনর্বাসন করেই খেলায় ফিরতে চান তাসকিন।

বৃহস্পতিবার লন্ডন থেকে ডানহাতি এ ফাস্ট বোলার জানান, চিকিৎসকের নির্দেশিকা অনুসরণ করে পুনর্বাসন সম্পন্ন করবেন তিনি। বিমানের টিকিট পেলেই দেশে ফিরবেন ২৭ বছর বয়সী এ বোলার।

উন্নত চিকিৎসার জন্য ৬ মে ইংল্যান্ড যান তাসকিন। ১০ মে ডাক্তার দেখান।

প্রাথমিক পর্যবেক্ষণে ডান কাঁধে সমস্যা ধরা পড়ায় এমআরআই করাতে হয়। এমআরআইয়ে ক্ষত ধরা পড়ে। তাসকিন জানান, কিছু টিস্যু ছিঁড়ে গেছে। ক্ষত পূরণ হলেই বোলিং করতে পারবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন কাঁধে ব্যথা অনুভব করেন তাসকিন। কিছুটা বিশ্রাম নিয়ে বোলিং করেন তিনি। ব্যথা বেড়ে যাওয়ায় দ্বিতীয় টেস্ট না খেলে দেশে ফেরেন। টানা বিশ্রাম এবং পুনর্বাসনেও ব্যথা সারেনি। ফলে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠানো হয় তাকে।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক