অবশেষে শিক্ষকদের আন্দোলন স্থগিত

অবশেষে শিক্ষকদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

অবশেষে অনশন ভাঙলেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা এক মাস আন্দোলন চালিয়ে যাওয়ার পর সরকারের আশ্বাসে তারা তা স্থগিতের ঘোষণা দেন।

আজ বিকেল সোয়া ৩টায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।

এ সময় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘আপনারা দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে না খেয়ে আন্দোলন করে যাচ্ছেন।

এটি জাতীর জন্য কষ্টদায়ক বিষয়। আপনাদের এ কষ্টে সমগ্র জাতি আজ উদ্বিগ্ন। ’

news24bd.tv

তিনি বলেন, ‘আপনাদের দাবির যৌক্তিকতা আছে। প্রধানমন্ত্রী সংসদে আপনাদের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন।

আমরা আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে। আপনাদের আন্দোলনের কারণে জাতির যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ’

 অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর