ভারতের কারাগারে বন্দি বাংলাদেশির রিট আবেদন খারিজ

ভারতের কারাগারে বন্দি বাংলাদেশির রিট আবেদন খারিজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভুল বিচারে ভারতের কারাগারে ১০ বছর ধরে বন্দি বাংলাদেশি বাদল ফরাজিকে কারামুক্ত করতে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ (১১ জুলাই) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

ভারতের জেল থেকে বাংলাদেশের জেলে প্রেরণ করা বাদল ফরাজির মুক্তি চেয়ে গেল ৮ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন দুই আইনজীবী হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার। রিটে বাদল ফরাজিকে জেল খানায় আটক রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না- মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে তাকে মুক্তি দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব ও আইজি প্রিজনকে বিবাদী করা হয়।



আরও পড়ুন → তাজমহল দেখতে গিয়ে ‘নিরপরাধ’ বাংলাদেশির ১০ বছরের জেল!

news24bd.tv

আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, বাদল ফরাজি আর ভারতের ওই মামলার অভিযুক্ত ব্যক্তি এক নয়। অপরাধীর নাম ছিল বাদল সিং। ওই হত্যাকাণ্ডের সময় বাদল ফরাজি ভারতে ছিলেন না। তখন তিনি বাংলাদেশে ছিলেন। তিনি নির্দোষ। তাকে ফিরিয়ে আনা হলেও কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। নির্দোষ ব্যক্তিকে কেন কারাগারে রাখা হবে এই মর্মে রিট দায়ের করেছিলাম।

উল্লেখ্য, ভারতের দিল্লির তিহার জেলে খুনের মামলায় আসামি হয়ে ১০ বছর ধরে জেল খাটার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন বাদল ফরাজি। তাকে দেশে ফিরিয়ে আনার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর