মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জামসহ গ্রেফতার ২

প্রতীকী ছবি

মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জামসহ গ্রেফতার ২

মাসুদা লাবনী

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টারসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।  

অবৈধ জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুর এলাকায় বিনা অনুমতিতে জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছিলো। র‍্যাব-৩ এবং বিটিআরসি অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আসামি আবু নোমান ও সোহেল রানাকে গ্রেফতার করে।

আজ রবিবার সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব ৩ এর সিও লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ডিভাইসগুলো ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত করা হয়। অপরাধীরা তাদের অপরাধ আড়াল করতে এসব ডিভাইস ব্যবহার করে থাকে বলেও জানান তিনি।

আসামিরা ১ বছর যাবৎ ২০০ এর বেশি ডিভাইস ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করে। অবৈধ জ্যামারের ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানায় র‍্যাব।

নাশকতার পরিকল্পনাকারী কেউ এসব জিনিস কেনা বেচার সাথে জড়িত কি না, প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাদের কাছে কিছু তথ্য পাওয়া গেছে।

এছাড়া নিরাপত্তা ঝুঁকির বিষয় উড়িয়ে দেয়া যায় না বলেও জানায় সংস্থাটি। কোনো স্থানে এসব জ্যামার ব্যবহার করলে সাধারণ মানুষ নেটওয়ার্ক সেবা যথাযথভাবে পান না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

news24bd.tv/রিমু