করোনা নেগেটিভ সার্টিফিকেট দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭

প্রতীকী ছবি

বিদেশগামী যাত্রীদের 

করোনা নেগেটিভ সার্টিফিকেট দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭

মাসুদা লাবনী

রাজধানীর বনানী থেকে কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী সাধারণ যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেয়ার নামে প্রতারণা করে আসছিলো চক্রটি। রবিবার দুপুরে উত্তরায় র‍্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিও লে. কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন বিষয়টি জানান।

তিনি বলেন, এই প্রতারক চক্রটি গত কয়েক মাস ধরে সাধারণ বিদেশগামী যাত্রীদের হয়রানি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রের সদস্যরা বিদেশগামী যাত্রীদের কাছে নিজেদের কোভিড-১৯ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও নার্স পরিচয় দিয়ে তাদের বিশ্বস্থতা অর্জন করত। পরবর্তীতে যাত্রীদের কোভিড-১৯ এর ভূয়া সার্টিফিকেট প্রদান করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে একে অপরের সহযোগীতায় রাজধানীর বনানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদেশগামী যাত্রীদের সাথে প্রতারণা করে আসছিলো বলেও জানান  লে. কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন।

news24bd.tv/রিমু