ইসরাইলের ১৬ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ইসরাইলের ১৬ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

অনলাইন ডেস্ক

সম্প্রতি সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপ প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ জুরাভলেভ এ তথা জানিয়েছেন। তিনি বলেন, ১৩ মে রাত ৮টা ২৫ মিনিটি থেকে ৮টা ৩২ মিনিটের মধ্যে ইসরাইলের ছয়টি এফ-ফিফটিন জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ না করেই হামা প্রদেশের মাসিয়াফ শহরের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এবং বানিয়াস বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এ সময় সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ২২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

এই সময় একটি ড্রোনও ভূপাতিত করে সিরিয়ার সেনারা।

অ্যাডমিরাল জুরাভলেভ বলেন, ইসরাইলের হামলায় সিরিয়ার তিন সেনা এবং দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দুই সেনা আহত হন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক