শেরপুরের নকলায় আরিয়ান নামে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকায় একটি গোয়ালঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। আরিয়ান পূর্ব লাভা খন্দকার বাড়ি এলাকার সজল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিয়ের কিছুদিন পর থেকেই আরিয়ানের মা আইরিন বেগম ছেলেকে নিয়ে তার বাবা আইয়ুব মাস্টারের বাড়ি পাঁচকাহনীয়া গ্রামে থাকেন।
ঘটনার পর থেকেই মামা জিহান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
news24bd.tv/desk