নাটোর শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোডের আর আর ছাত্রাবাস থেকে সাজ্জাদুল ইসলাম (২০ ) নামে রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী ছাত্র পাবনা জেলার ফরিদপুর উপজেলার আড়কান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার এসআই আবদুল মজিদ জানান, রোববার সন্ধ্যায় বড় হরিশপুর চেয়ারম্যান রোডের আর আর ছাত্রাবাসের একটি রুম থেকে সাজ্জাদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশ থেকে ঘুমের ওষুধ টিপটিন-৫ এমজির ২০০টি ট্যাবলেটের খোসা পাওয়া যায়।
এ ব্যাপারে নাটোর সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
news24bd.tv তৌহিদ