দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউপি সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২ টায় দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য রাকিব (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪)।
স্থানীয়রা জানান, রোববার রাতে একটি প্রাইভেটকারযোগে ইউপি সদস্য রাকিব ও তাসিমসহ ৪ জন দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
news24bd.tv/রিমু