বিএনপি নেতা আবদুল মঈন খান হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

বিএনপি নেতা আবদুল মঈন খান হাসপাতালে ভর্তি

তওহিদ হায়দার

গরমের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

রোববার দুপুরে নারায়নগঞ্জের রুপগঞ্জের জিন্দাপার্কে নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার দলের বিভিন্ন অঙ্গসংগঠনের একটি প্রশিক্ষণ কর্মশিবিরে ছিলেন মঈন খান। সেখানে দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আতিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন ড. মঈন খান।

নরসিংদীর পলাশ নির্বাচনী আসনের সাবেক সাংসদ ৭৫ বছর বয়সী ড. আবদুল মঈন খান দুই দফায় খালেদা জিয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

news24bd.tv/রিমু