পিকে হালদার দ্বিতীয় দফায় রিমান্ডে

সংগৃহীত ছবি

পিকে হালদার দ্বিতীয় দফায় রিমান্ডে

অনলাইন ডেস্ক

অর্থ পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পিকে হালদারকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হবে আজ সোমবার।

পিকে হালদারকে গ্রেপ্তারের পর গতকালই তার বিরুদ্ধে ভার্চুয়াল আদালতে শুনানি করে ভারতের আর্থিক বিষয়ক দুর্নীতি বিরোধী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

গতকাল রোববার জানা যায়, আদালত পিকে হালদার ও তার তিন সহযোগীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে। হালদারের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

২০১৯ সালে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্নসাত ও পাচারের অভিযোগে ঢাকায় পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তখন থেকেই পলাতক তিনি। আগামী ১৭ তারিখ জানা যাবে পিকে হালদারের বিরুদ্ধে কি রায় দেয় কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিকে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করতেন।

তিনি পশ্চিমবঙ্গে অশোকনগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। শনিবার পিকে হালদারসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ভারতে পিকে হালদারের পাচার করা টাকায় গড়া বিপুল সম্পদের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। পাওয়া গেছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ও কয়েকশ বিঘা মূল্যবান সম্পত্তি।  একইসঙ্গে তল্লাশিতে কলকাতা ও এর আশপাশের বিভিন্ন জেলায় বেআইনি আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্টের হদিস মিলেছে।   

news24bd.tv/রিমু