পঞ্চগড়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু, আসামীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার 

প্রতীকী ছবি

পঞ্চগড়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু, আসামীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার 

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আইয়ুব আলী (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইয়ুব আলীর বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগর বাড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত সালে খা’র ছেলে।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৪ মে বিকেলে  দগর বাড়ি গ্রামে আইয়ুব আলীর পরিবারের ওপর প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ১০ জন গুরুতর আহন হন। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধা সহ ২৮ জনকে আসামী করে থানায় মামলা করা হয়। মামলায় এ পর্যন্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গতকাল আয়ুব আলীর মৃত্যুর পর রাতেই তেঁতুলিয়া থানা পুলিশ মামলার ৬ নং আসামী মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় কয়েকটি ধারালো ছুরি, বল্লম সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। পুলিশের ধারণা, এসব অস্ত্র দিয়েই হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তপন কুমার এই অভিযান পরিচালনা করেন।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা একজন আসামীকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে ৬নং আসামীর বাড়ি থেকে আমরা বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছি।  

news24bd.tv/desk